শব্দ দূষণ রয়েছে এমন পরিবেশে বসবাসের ফলে প্রাপ্ত বয়স্কদের মধ্যে অ্যালঝেইমার কিংবা অন্য কোনো ডেমেনসিয়া বা মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সম্প্রতি একটি গবেষণায় স্মৃতি বিভ্রম, কথা বলার সক্ষমতা হ্রাস, অ্যালঝেইমার প্রভৃতি মস্তিষ্কের রোগের কারণ হিসেবে বেশিক্ষণ বসে থাকার অভ্যাস, বায়ু দূষণ ও একাকীত্বের পাশাপাশি শব্দ দূষণকেও চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘অ্যালঝেইমার এন্ড ডেমেনসিয়া’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বিশেষ ভাবে শব্দ দূষণের সাথে মস্তিষ্কের নানা রোগের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। প্রকল্পটির সাথে যুক্তরাষ্ট্রের সিকাগো শহরের দক্ষিণাঞ্চলে বসবাসরত ১০ হাজারের বেশি প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে যুক্ত করা হয়েছিল। গাড়ী, ট্রেন, নির্মাণ প্রকল্প প্রভৃতি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কর্মকাণ্ডের ফলে নিঃসরিত শব্দ গবেষণায় বিবেচনা করা হয়েছে।
বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক ও গবেষক জেনিফার ওয়েভ বলেন, শব্দের সাথে মস্তিষ্কের রোগের সম্পর্ক নির্ণয়ের লক্ষ্যে আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি। তবে এ বিষয়ে আরো মনোযোগ দেয়া প্রয়োজন, বয়স বৃদ্ধির সাথে সাথে শব্দ দূষণ আমাদেরকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে।
ইউনিভার্সিটি অব মিশিগান অব পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক এবং গবেষক দলটির সদস্য সারা অ্যাডার বলেন, `উচ্চমাত্রার শব্দ বয়স্ক ব্যক্তিদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে এবং এর স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়।'
গবেষণা থেকে জানা যায়, স্বাভাবিকের থেকে উচ্চমাত্রার শব্দ রয়েছে এমন পরিবেশে দিনের বেলায় অবস্থান করলে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির অ্যালঝেইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ বৃদ্ধি পায় এবং জ্ঞানীয় ক্ষমতা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ৩৬ শতাংশ।
এছাড়াও শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে। অন্যদিকে হৃদরোগ মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বড়িয়ে দেয় বলেও গবেষকগণ উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: মেডিকেল নিউজ টুডে
টাইমস/ এনজে/এসএন