সমুদ্রে শক্তি বাড়াতে সুদানে রাশিয়ার ঘাঁটি!

এবার সমুদ্রে শক্তি বাড়াতে তৎপরতা শুরু করেছে রাশিয়া। মিত্র দেশগুলোতে নৌ ঘাঁটি স্থাপনের মিশন শুরু করতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি নির্দেশ দিয়েছেন।

এরই অংশ হিসেবে মিত্র দেশ সুদানে নৌ ঘাঁটি স্থাপনের ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন পুতিন।

তুর্কি সংবাদমাধ্যশ ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে নৌ ঘাঁটি স্থাপনে কার্যকর চুক্তির সকল প্রস্তুতি হাতে নিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সুদান কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।

এদিকে সোমবার (১৬ নভেম্বর) রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ডিক্রি প্রকাশ করা হয়েছে। ওই ডিক্রিতে বলা হয়েছে, সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত, কারিগরি পৃষ্ঠপোষকতা ও রুশ নাবিকদের বিশ্রামের জন্য বিভিন্ন স্থানে নৌ ঘাঁটি স্থাপন জরুরি হয়ে পড়েছে। তাই মিত্র দেশগুলোর উপকূল ব্যবহার করে রাশিয়া সরকার নৌ ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

এদিকে সুদান ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, রাশিয়াকে নৌ ঘাঁটি নির্মাণের জন্য সবুজ সংকেত দিয়েছে সুদান।

 

টাইমস/এসএন

Share this news on: