রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে রকিমন নেসা নামে ৭০ বছরের এক বৃদ্ধা পানিতে ডুবে মারা গেছেন। নিহত রকিমন নেসা নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার তাহার আলীর স্ত্রী।
রোববার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর হারুপুর আই-বাঁধ এলাকার পদ্মা নদী থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের একটি সূত্র জানায়, রোববার দুপুরে পদ্মায় গোসল করতে নামেন ওই বৃদ্ধা। এসময় তিনি পানিতে ডুবে যান। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বৃদ্ধাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে।
টাইমস/এসএন