প্রাথমিকে পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারনে বার্ষিক পরীক্ষা ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। তবে পরীক্ষার পরিবর্তে শিক্ষকদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, প্রথম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত মূল্যায়ন ছাড়া পরবর্তী ক্লাসে তোলা হবে। ৪র্থ ও ৫ম শ্রেণিতে যারা উঠবে তাদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।

মঙ্গলবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূল্যায়ন কাজ শুরু হবে। একজন শিক্ষার্থীর পরবর্তী ক্লাসের জন্য যতটুকু জ্ঞান থাকার দরকার তা আছে কি না, আর না থাকলে তাকে যে সব বিষয় শিখতে হবে সে বিষয়ে শিক্ষকরা পরামর্শ ও সহায়তা প্রদান করবেন। আগামী ১ জানুয়ারির মধ্যে এ কাজ শেষ করতে বলা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: