রাতে বাড়তে পারে শীতের তীব্রতা

চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিয়ে রেখেছিলেন আবহাওয়াবিদরা। এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও রাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা আগের মতোই থাকতে পারে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

এদিকে গতকালের তুলনায় আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে গেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ