উগান্ডার জঙ্গিদের হামলায় কঙ্গোয় নিহত ৪৬

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গি হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইতুরু প্রদেশে ইরুমু অঞ্চলের একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ইতুরু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের হামলায় প্রাথমিক ভাবে ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

হামলার নেপথ্যে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) জড়িত রয়েছে বলে সন্দেহ করছে কঙ্গো সরকার। এছাড়া কঙ্গোর ইতুরু প্রদেশে উগান্ডার এই সশস্ত্র দলটি প্রায়ই গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রয়টার্স বলছে, ২০১৯ সালের প্রথম থেকে এখন পর্যন্ত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস সদস্যদের হামলায় কঙ্গোর অসংখ্য নিরীহ মানুষ নিহত হয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: