জাতিসংঘের উচিত আল জাজিরার প্রতিবেদনের তদন্ত করা: বিএনপি

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আল জাজিরার প্রতিবেদনে সরকারপ্রধানের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে দেশে-বিদেশে তথ্য প্রমাণসহ নানান দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রতিবাদ বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর সুনির্দিষ্ট জবাব দেয়া হয়নি। সুনির্দিষ্ট জবাব না দিয়ে সরকার রাজনৈতিক বুলি আওড়াচ্ছে। এভাবে তো সত্যকে আড়াল করা যাবে না। জনগণ সরকারে কুকীর্তি জেনে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জনগণ আল জাজিরার অভিযোগগুলোর ব্যাপারে সরকারের পয়েন্ট টু পয়েন্ট বক্তব্য জানতে চায়। কিন্তু সরকার তা না করে রাজনৈতিক ভাবে গদ বাধা মুখস্ত বুলি আওড়াচ্ছে।

সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মেন্ডেটবিহীন এই অবৈধ সরকার বহু আগেই জনগণ কর্তৃক ঘৃণিত ও প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও তারা নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। ফ্যাসিবাদি কায়দায় ক্ষমতা আকড়ে থাকার জন্য সরকার গুম-খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের পায়তারা করছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024