চলে গেলেন ৩০২ কেজি ওজনের মাখন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার ৩০২ কেজি ওজনের মাখন মিয়া (৪০) মারা গেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

মাখনের পরিবার জানায়, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে মাখনের মৃত্যু হয়েছে।

জানা যায়, ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিলেন মাখন। তারপর হঠাৎ তার ওজন বাড়তে থাকে। শেষ পর্যন্ত ওজন ৩০২ কেজিতে থামে। অস্বাভাবিক এই ওজনের কারনে মানবেতর দিন কাটাছিলেন তিনি। চিকিৎসাও করেছেন একাধিকবার। কিন্তু অস্বাভাবিক ওজনের কারণ নির্ধারণ করতে পারেনি চিকিৎসকরা।

এদিকে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব মাখনের পরিবার। দুই সন্তান ও স্ত্রীকে রেখে মাখন মারা যান।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ