স্যার জগদীশ চন্দ্র বসুর সহকর্মী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট তদানীন্তন যশোর জেলার (বর্তমান খুলনা) অন্তর্গত রাড়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।
তিনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইটসহ (HgNO2) মোট ১২টি যৌগিক লবণ এবং ৫টি থায়োএস্টার আবিষ্কার করেন।
১৯১১ খ্রিস্টাব্দে ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৬ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে মহীশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। তিনি ১৯১৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রদত্ত ‘নাইট’ উপাধি লাভ করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৯৪৪ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“ব্যবসা করো, শিল্প ধরো, চাকরির মায়া ছাড়ো।’’