“পারিব না' একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার”

কালীপ্রসন্ন ঘোষ একজন বাঙালী সাহিত্যিক। তিনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও বাগ্মী। ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা বিভাগের বিক্রমপুরের ভরাকর গ্রামে তার জন্ম।

কালীপ্রসন্ন মূলত দর্শন ও সমাজ সম্পর্কে লিখতেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ভ্রান্তিবিনোদ, প্রমোদলহরী, ভক্তির জয়, মা না মহাশক্তি, জানকীর অগ্নিপরীক্ষা, ছায়াদর্শন প্রভৃতি।

ইংরেজ সরকার তাকে পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ ১৮৯৭ সালে “রায়বাহাদুর” এবং ১৯০৯ সালে “সিআইই” উপাধি প্রদান করে।

কালীপ্রসন্ন ঘোষ ১৯১০ সালের ২৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-
“পারিব না' একথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাব একবার।”

টাইমস/এনজে

Share this news on: