“সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই”

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত। তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। তার জন্ম ১৯৪৫ সালের ২১ জুন নেত্রকোনা জেলায়।

তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধী বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হবার পর তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ কাব্যগ্রন্থ মুজিব-লেনিন-ইন্দিরা, না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, চৈত্রের ভালোবাসা প্রভৃতি।

সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক।”

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ