প্রথম বাংলাদেশী হিসেবে জিদান মিয়া খেলবেন লা লিগায়

প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্পেনের লা লিগায় খেলতে যাচ্ছেন জিদান মিয়া। ইউরোপের শীর্ষ লিগগুলোর অন্যতম স্পেনের লা লিগায় খেলার আশা পূরণ হয়েছে এ ফুটবলারের।

ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়ার সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে লা লিগার দল রায়ো ভায়েকানো। খবরটি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস। ইনস্টাগ্রামে জিদানের সঙ্গে চুক্তির বিষয় উল্লেখ করে সংস্থাটি।

ইনস্টাগ্রামের পোস্টে বলা হয়, প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমি আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালের সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হন। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।

Share this news on: