সৌরজগত অন্বেষণে রাশিয়াকে স্বাগত জানাবে নাসা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যাওয়ার পর সৌরজগত অন্বেষণে আন্তর্জাতিক সহযোগীদের অংশগ্রহণকে স্বাগত জানাবে নাসা। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেনস।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মানবজাতির কল্যাণে সৌরজগত অন্বেষণে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহকে আমরা স্বাগত জানাই।”

তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আইএসএস-পরবর্তী যুগেও মহাকাশ সহযোগিতা অব্যাহত থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব প্রকাশ করে, যেখানে ২০৩০ সালে আইএসএস অবসরের প্রস্তুতির কথা উল্লেখ করা হয়।

নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহ অন্বেষণে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করবে সংস্থাটি।

উল্লেখ্য, ১৯৯৮ সালের নভেম্বরে কক্ষপথে যাত্রা শুরু করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) সদস্য রাষ্ট্র—বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড—এর একটি যৌথ প্রকল্প।



এসএস/এসএন

Share this news on: