টি২০ বিশ্বকাপে স্টেডিয়ামে থাকতে পারবে দর্শক

বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। রোববার (৩ অক্টোবর) থেকে টিকেট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

করোনা মহামারীর কারণে থেমে যাওয়া ক্রিকেট মাঠে ফিরেছে। ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে শুরু হবে বৈশ্বিক টুর্নামেন্টের যাত্রা।

এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের জন্য টিকিট বিক্রি করার কথা জানায় আইসিসি। (https://www.t20worldcup.com/tickets) লিংকটিতে প্রবেশ করে ম্যাচের টিকেট কেনা যাবে।

বিশ্বকাপের মূল পর্বে সংযুক্ত আরব আমিরাতে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। আর বাছাই পর্বে ওমানের রাজধানী মাসকাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। 

টুর্নামেন্টের বাছাই পর্বে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে। আরব আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।



Share this news on: