সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একই পরিবারের তিন সদস্য মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ওই তিনজন সিলেট জেলা প্রশাসকের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
তারা সবাই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ার ক্ষোভে তারা এই সিদ্ধান্ত নিয়েছের বলে জানা গেছে।
মনোনয়ন দাখিল করা তিনজন হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল বাছির, তার ছেলে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ এবং শামীমের স্ত্রী জরিনা বেগম।
উপজেলা আওয়ামী লীগের নেতারা জানান, শামীমের বাবা আবদুল বাছির চেয়েছিলেন তার ছেলেকে এইবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেওয়ার জন্য। কিন্তু শামীম একজন অসাধু পাথর ব্যবসায়ী। তার বিরুদ্ধে অবৈধভাবে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনসহ নানা অভিযোগ রয়েছে। শামীমের ইমেজ ভাল না থাকায় আওয়ামী লীগ ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। যার ক্ষোভে তারা একই পরিবারের তিনজন মনোনয়ন দাখিল করেছেন।
শামীম আহমদ জানান, আমরা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। যার ফলে একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাবাসহ আমাদের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত করেছে। তাই অনেকটা ক্ষোভের কারণে আমরা একই পরিবারের তিনজন মনোনয়ন দাখিল করেছি।
কোম্পানীগঞ্জ উপজেলায় ওই তিনজনসহ মোট আটজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য পাঁচজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্রোহী প্রার্থী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান শামসুল হক ও হাফিজ মাসুম।
টাইমস/এসআর/এইচইউ