এবাদতের বোলিং তোপে চতুর্থ দিন শেষ করলো নিউজিল্যান্ড

এবাদাত হোসেনের বোলিং তাণ্ডবে মাউন্ট মঙ্গানুই টেস্ট এখনো বাংলাদেশের হাতের মুঠোয়। দ্বিতীয় ইনিংসে ১৭ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে কিউইদের স্কোর ৫ উইকেটে ১৪৭ রান। ৩৯ রানে ৪ শিকার এবাদতের।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করা বাংলাদেশ সেকেন্ড ইনিসের শুরুটাও করে দারুন। ২৩ রানেই কিউইদের প্রথম উইকেটের পতন। ম্যাচে প্রথমবার উইকেটের দেখা পেয়েছেন তাসকিন। ক্যাপ্টেন ল্যাথামকে ক্লিন বোল্ড করেন তিনি। আর এবাদত হোসেন নিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ের উইকেট।

তৃতীয় উইটেকে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। টেইলর আর উইল ইয়াং ছড়ি ঘোরাতে থাকেন তাসকিন-এবাদত-মিরাজদের ওপর। দু'জনের ৭৩ রানের পার্টনারশিপ ভীতি ছড়ায় টাইগার শিবিরে। 

এরপর হাফ সেঞ্চুরিয়ান উইল ইয়ংকেও ৬৯ রানে ফেরান এবাদত। এক বল পরে কিউই শিবিরে আবারো এবাদতের হানা। তার এবারের শিকার হেনরি নিকলস। তিনি ফেরেন ডাক মেরে। 

এক ওভার পর আবারো বল করতে আসেন এবাদত। এবার তুলে নেন টম ব্লান্ডেলের উইকেটটা। শেষ ৩ ব্যাটসম্যানের বিদায়ের মাঝে নিউজিল্যান্ড যোগ করতে পারেনি এক রানও।

টাইগারদের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও ১টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

এর আগে ৬ উইকেটে ৪০১ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। টাইগারদের ৭৩ রানের লিড থামে ১৩০-এ। প্রথম ইনিংসে মুমিনুলরা অলআউট হয় ৪৫৮ রানে। ২০ রানে দিন শুরু করা মিরাজ ইনিংসে পঞ্চম টাইগার ব্যাটসম্যান হিসেবে ফিফটিও প্রায় পেয়েই গিয়েছিলেন। তবে ব্যক্তিগত ৪৭শে সাউদির শিকার হয়ে ফিরেছেন মেহেদি। আর ১১তে শুরু করা ইয়াসির রাব্বি থেমেছেন ২৬ রানে।

Share this news on: