ভলতেয়ার ১৬৯৪ সালের ২১শে নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন । তার পুরো নাম ফ্রাসোয়া মারি আরুয়ে। তিনি অষ্টাদশ শতকের সবচেয়ে প্রভাবশালী ফরাসি সাহিত্যিক, ইতিহাসবিদ ও দার্শনিক। অবশ্য তার সমকালীন অনেকের মতে, তিনি শতাব্দীর মহত্তম কবি ও নাট্যকার।
ফরাসি বিপ্লবের সময় তিনি লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন। ভলতেয়ার ছিলেন 'ফিলোসফিস' নামে অভিহিত একটি ফরাসি সংস্কারবাদী গোষ্ঠীর নেতা, মুখ্য সংগঠক ও প্রচারকর্তা।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম 'ত্র্যাতে দ্য মেতাফিজিক', 'অয়দিপাস', 'জায়রে', 'আলজিরে', 'লা অঁরিয়াদ', 'জাদিগ', 'কাঁদিদ' ইত্যাদি। এসব গ্রন্থের মধ্য দিয়েই তার দর্শনচিন্তা ও প্রচলিত সমাজব্যবস্থার বিরুদ্ধে সংস্কার চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে।
ভলতেয়ার ১৭৭৮ সালের ৩০মে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“অস্ত্রের জোরে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন,
কিন্তু একটি গ্রামের মানুষেরও মন জয় করতে পারবেন না”