ঢাবির গণরুমে এক শিক্ষার্থীর করোনা শনাক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সাজ্জাদ নামে এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে।

ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, আক্রান্ত শিক্ষার্থী গত দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার উন্নতি না হলে তার রুমের অন্যান্য সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে আজিমপুরের ব্র্যাক বুথ অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্রে নিয়ে কোভিড টেস্ট করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে সাজ্জাদকে কুমিল্লায় তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

সাজ্জাদ এতদিন ২৬ সদস্যের একটি গণরুমে ছিলেন। একই রুমের আরও কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ। এতে অন্য শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share this news on: