আবু মুহাম্মদ মোশাররফ উদ্দিন বিন মোসলেহ উদ্দিন আবদুল্লাহ সাদি সিরাজি ওরফে শেখ সাদি ১২১০ খ্রিষ্টাব্দে ইরানের সুপ্রসিদ্ধ ‘সিরাজ’ নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ ফার্সি কবি।
ধ্রুপদি সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উঁচু মানের কবি ধরা হয়। একাধিক কাব্যগ্রন্থের মধ্যে ‘গুলিস্তাঁ’ ও ‘বুস্তাঁ’ শেখ সাদির দুটি অমর রচনা। এই বই দুটির পাশাপাশি সাদী ফারসি ও আরবি উভয় ভাষায় অনেক প্রেমের কবিতা, গজল, মোনোরিদম কবিতা ও গদ্য রচনা করেছেন। ফার্সি কবিতার তিনটি সর্বশ্রেষ্ঠ গজলের লেখক হিসেবে বিবেচিত হন সাদী।
শেখ সাদি ১২৯১ খ্রিষ্টাব্দে তার নিজ শহরে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হল-
“বিনয় উন্নতির পথে প্রধান সোপান।”