মাও সে তুং ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের শাং তান জেলার শাউ শাং চুং গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।
পৃথিবী কাঁপানো বিপ্লবী ব্যক্তিত্ব মাও সে তুং ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি হলো-
“অস্ত্র হচ্ছে যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু নির্ধারক উপাদান নয়। নির্ধারক উপাদান হচ্ছে মানুষ”