প্লাস্টিক বোতল রিসাইক্লিংয়ের নতুন কৌশল উদ্ভাবন

পলিস্টার উপাদান থেকে তৈরি এবং একবার ব্যবহৃত হয় এমন প্লাস্টিক বোতল রিসাইক্লিং (পুনর্ব্যবহার) করার নতুন কার্যকর কৌশল উদ্ভাবন করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এটি তুলনামূলক বেশি পরিবেশ বান্ধব কৌশল, যা রিসাইকেল প্লাস্টিকের বাজার সম্প্রসারণ করার মাধ্যমে মহাসমুদ্রকে প্লাস্টিক বর্জ্য দ্বারা দূষণের হাত থেকে রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল অ্যানার্জি ল্যাবরেটরির গবেষণাদল বর্জ্য প্ল্যান্ট থেকে উদ্ভূত পদার্থের সঙ্গে পরিত্যক্ত পলি-ইথিলিন টেরিফথ্যালেট (পিইটি) মিশ্রণ করে দুই ধরণের ফাইবার রি-ইনফোর্সড প্লাস্টিক তৈরি করেছেন, যা মূল পিইটি থেকে দুই-তিন গুণ বেশি মূল্যবান।

সম্প্রতি ‘Joule’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, পিইটি হলো শক্ত, হালকা ও পানি প্রতিরোধক উপাদান, যা ব্যাপকভাবে পানীয় বোতল, কাপড় ও কার্পেটে ব্যবহৃত হয়। এটা পুনর্ব্যবহারযোগ্য, কিন্তু রিসাইকেল করার পর এর গুণগত মান কমে যায় এবং সাধারণত এক বা দুইবারের বেশি রিসাইকেল করা যায় না।

তাই নতুন উদ্ভাবিত এই কৌশল পিইটি রিসাইকেল করে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করবে এবং মূল্যবান উপাদান তৈরি করবে, যা গাড়ির যন্ত্রাংশ, বায়ুকলের ব্লেড ও সার্ফবোর্ডেও ব্যবহার করা যাবে।

যদিও এই উপাদানটি তৈরির প্রক্রিয়া এখনও গবেষণাগারে পরীক্ষামূলক রয়েছে, তবুও গবেষকরা বলছেন এটা বর্তমান রিসাইক্লিং প্রক্রিয়ার তুলনায় ৫৭ শতাংশ কম শক্তি ব্যয় করবে। সেইসঙ্গে এটা ৪০ শতাংশ কম গ্রিনহাউজ গ্যাস নির্গমন করবে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ