স্বচ্ছ কাঁচে ঘেরা বাংলাদেশের প্রথমআধুনিক ইনডোর স্টেডিয়ামের উদ্ভোধন হলো আজ।
বিশ্বমানের সুযোগ-সুবিধা নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৈরি হয়েছে এই ইনডোর।
চারটি উইকেট রয়েছে এই ইনডোরে,যার দুইটি টাফ উইকেট আর বাকি দুইটি ম্যাট উইকেট। আরও আছে ক্রিকেটারদের জন্য লকার রুম,
গোসলের জন্য জায়গায়, কনফারেন্স রুম,চেঞ্জিং রুম। 
শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১২ টায় এই ইনডোর স্টেডিয়ামটি উদ্ভোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। উপস্থিত ছিলেন চট্রগাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পরিচালক ও ভেণ্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন।
জাপানি সহযোগিতা সংস্থা জাইকা’র অর্থায়নে ও সম্পূর্ণ তাদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই ইনডোর স্টেডিয়াম। ইনডোরটি তৈরি করতে তারা খরচ করছে প্রায় ৬ কোটি টাকা।