দেশে দেশে উৎসব, পজিটিভ রিভিউ শাহরুখের পাঠানের

২১ ডিসেম্বর, ২০১৮ থেকে ২৫ জানুয়ারি, ২০২৩; পাক্কা ৪৯ মাস পর নিজের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এর মাঝে কয়েকটি ছবিতে অতিথি পাখির মতো উঁকি দিয়েছেন বটে। কিন্তু ঝড়ো বৃষ্টির স্বাদ কি কুয়াশায় মেটে!
 
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দীর্ঘ অপেক্ষায় ইতিরেখা টানলেন এসআরকে। বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ছবি ‘পাঠান’। এই ছবি ঘিরে আগ্রহ, উন্মাদনা, আলোচনা, বিতর্ক, সমালোচনা সবই চরম পর্যায়ে এখন। তাই বক্স অফিসে যে বড়সড় ধামাকা হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।
 
মুক্তির পর থেকে চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও পর্যন্ত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরে ছুটেছেন সিনেমা হলে। বেরিয়ে এসে জানিয়েছেন প্রতিক্রিয়া। বিস্ময়কর বিষয় হলো, ‘পাঠান’ শো বাতিল করার খবরও মিলছে কিছু অঞ্চল থেকে। তবে সে বিষয়ে যাওয়ার আগে, ছবিটি দেখে তারকা ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি জানা জরুরি।
 
‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন, ‘শাহরুখ খানকে এত সুন্দর আগে কখনও লাগেনি। তাকে দেখার জন্যই এসেছি, আর মন ভরে গেছে। ভয়ংকর অ্যাকশন সিনেমা। আর কী বডি বানিয়েছেন শাহরুখ! এরকম চরিত্রে প্রথম দেখলাম তাকে।’
 
‘পাঠান’কে ৫-এর মধ্যে সাড়ে ৩ রেটিং দিয়েছে পিঙ্কভিলা। বলিউডভিত্তিক এই পোর্টালের রিভিউতে বলা হয়েছে, ‘ব্লকবাস্টার হিট হওয়ার জন্য সব উপাদান রয়েছে ছবিটিতে। অ্যাকশন, থ্রিল, আবেগ ও নাটকীয়তার উপযুক্ত সমন্বয় করা হয়েছে। যে দৃশ্যে শাহরুখ খানকে পরিচয় করানো হয়েছে, বলা বাহুল্য এটা তার ক্যারিয়ারের সেরা! ভারতীয় সিনেমার সত্যিকার অর্থের সুপারস্টার রূপে দেখানো হয়েছে।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ‘পাঠান’কে দেওয়া হয়েছে ৩/৫ রেটিং। রিভিউতে বলা হয়েছে, “বলিউড ফিরে এসেছে, শাহরুখ খান ফিরে এসেছেন। স্পাই ঘরানার হিন্দি সিনেমায় ‘পাঠান’ ভিন্নমাত্রা যোগ করলো। বিরতিহীন অ্যাকশন, ঝলমলে কেন্দ্রীয় চরিত্র, আবেগ; একটি অ্যাকশন সিনেমায় যা দরকার, সবই আছে।’’


বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ ‘পাঠান’কে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার প্রতিক্রিয়া, ‘একশব্দে বললে- ব্লকবাস্টার। ছবিটিতে সব আছে, তারকাশক্তি, স্টাইল, বিশালতা, গান, ইমোশন, চমক এবং অবশ্যই শাহরুখ খানের প্রত্যাবর্তন। ২০২৩ সালের প্রথম ব্লকবাস্টার।’


বিশ্লেষক সুমিত কাদেলও ছবিটিকে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার মতে, ছবির নির্মাণ, চিত্রনাট্য, কোরিওগ্রাফি, সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় সবই দুর্দান্ত। শেষ ২০ মিনিট এবং সালমান খানের ক্যামিও দর্শকের মনে ঝড় তুলে দিয়েছে। 

পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি এর আগে অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’ বানিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়ক হিসেবে আছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া এবং অতিথি চরিত্রে সালমান খান। ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটির প্রযোজক যশরাজ ফিল্মস।

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের অনুষ্ঠানে খরচ বেশি, তাই বিয়ে করছেন না সালমান খান May 13, 2025
img
পিএসএল নিয়ে পিসিবির নতুন পরিকল্পনা, মাঠে ফেরার প্রস্তুতি শুরু May 13, 2025
img
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে May 13, 2025
img
নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা May 13, 2025
img
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এডান আলেকজান্ডারকে মুক্তি দিল হামাস May 13, 2025
img
মহাখালী ডিওএইচএস থেকে সিগারেট কারখানা অপসারণ জরুরি : বাংলাদেশ তামাকবিরোধী জোট May 13, 2025
img
রাজধানীতে একদিনে তাপমাত্রা কমল ৮.৬ ডিগ্রি May 13, 2025
img
নরেন্দ্র মোদি ‘বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত’ সন্ত্রাসী: পাকিস্তান May 13, 2025
img
১৩ মে ২০২৫, আজকের রাশিফল May 13, 2025
img
৪০০ টাকা চুক্তিতে গাছে উঠে প্রাণ গেল সোহানের May 13, 2025