ছোট লাইন তবুও টিকিট কালোবাজারির অভিযোগ

ঘরের মাঠে ইংলিশদের কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের। মাঝে চট্রগ্রামে জয়ের ধারায় ফিরেছেটাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর স্বপ্ন দেখছে সিরিজ জেতার। সেই স্বপ্ন নিয়েই আগামীকাল মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের জয়ে আবার আগ্রহ ফিরেছে দর্শকদের আর তাইতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট। আজ শনিবার (১৩ মার্চ) সকাল ৯ টায় মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে তীব্র ভীড় দেখা যায়। 

প্রতিটি লাইন ছিল শৃঙ্খলাবদ্ধ তবুও অনেকে অভিযোগ করেছেন টিকিট কালোবাজারির। টিকিট প্রত্যাশীরা বলেন,' টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই অনেকে কাউন্টারের সামনে টিকিট বিক্রি করেছেন। তাছাড়া কিছু মহিলা আছে এরা মাঝেই লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন টিকিট। 

অসাধু চক্ররা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই বার বার নিচ্ছে টিকিট। বিক্রিও হচ্ছে তাদের নাকের ডগায় তবুও নির্বিকার কর্তব্যরত পুলিশ সদস্যরা। অনেকে তাদের বিরুদ্ধে কালোবাজারিদের সহযোগিতার অভিযোগ করেছেন। 


Share this news on:

সর্বশেষ