সড়কের পাশে বিদ্যুতের খুঁটি ও মোটরসাইকেলের উচ্চ গতিতে প্রান গেল মোঃ জিহাদ(১৪) নামক এক কিশোরের। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
গতকাল ২৪ মার্চ রাত ১০:৫০ মিনিটে শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে দর্জিকান্দি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ জিহাদ একই থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আনসারআলি মাস্টার কান্দি গ্রামের বাসিন্দা ইমাম সরকারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গতকাল রাতে নিহত জিহাদের মামাতো ভাই মোঃ রাকিব (১৮),পিতা-শাহজালাল বেপারী সাথে পাশের ইউনিয়ন দক্ষিণ তারাবুনিয়া ঘুরতে যায়৷ পথিমধ্যে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দর্জিকান্দি গ্রামের ব্রিজের পাশের বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে। গাড়ির চালক ছিলো মোঃ রাকিব। তার পা ভেঙ্গে গিয়েছে। পিছনে থাকা জিহাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মোটরসাইকেলের উচ্চ গতির কারনেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নিহতের স্বজনদের কাছ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।