ফেসবুক থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত ফেসবুক থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। প্রতিষ্ঠানটি তো আমিই চালাই। আমাকেই সবকিছুর জবাবদিহি করতে হয়।
এর আগে দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের একটি বড় অংশীদারের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন। তিনি মার্ক জাকারবার্গের পদত্যাগ চান।
ক্রন অভিযোগ করেন, ফেসবুক কোনো প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। এটা একটি প্রতিষ্ঠান। এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ব্যক্তি আলাদা হওয়া প্রয়োজন।