তীব্র তাপদাহে কমল রেলের গতি

রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানেই বয়ে যাচ্ছে তাপদাহ। এ অবস্থায় আন্তনগর ট্রেনের গতি ৩০ কিলোমিটার কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে।

ঈদ সামনে রেখে গতি কমানোর ফলে শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। তবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রী এ কথা করেন।

নুরুল ইসলাম সুজন বলেন, যদি ঈদ ২৩ এপ্রিল হয় তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে রেল ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে। আমরা যাত্রীসেবার মান বাড়াতে চাই। যে সব যাত্রী টিকিট কেটে যাবেন তারা যেন কোনো হয়রানি ছাড়া নিরাপদে যেতে পারেন সে চেষ্টা করছি।

তিনি বলেন, সারাবছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে যায়। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই। অতীতের যে কষ্টের অভিজ্ঞতা ছিল, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সে চেষ্টা করা হচ্ছে।

Share this news on: