জ্যামাইকায় তাণ্ডব চালালেন মিচেল স্টার্ক। মঙ্গলবার সকালেই ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে রেকর্ড বইতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন এই অস্ট্রেলীয় পেসার।
দুই শতাধিক রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরুতেই ধসে পড়ে স্টার্কের আগুনঝরা স্পেলে। প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ প্রায় এককভাবে অস্ট্রেলিয়ার হাতে তুলে দেন বাঁহাতি পেসার।
কিন্তু এখানেই শেষ নয়। নিজের তৃতীয় ওভার পর্যন্ত পৌঁছে তিনি পাঁচ উইকেট তুলে নেন মাত্র দুই রানে। ফলে মাত্র সাত ওভারে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৬ রানে ১২, যা ছিল নিখাদ ধ্বংসযজ্ঞের ছবি।
এই ম্যাচেই ৪০০ টেস্ট উইকেটের বিরল মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া মাত্র পঞ্চম বোলার তিনি। তার চেয়েও স্মরণীয় হয়ে রইল বিষয়টি—এটি ছিল স্টার্কের ১০০তম টেস্ট।
সবচেয়ে চমকপ্রদ ছিল তার রেকর্ডগড়া স্পেল—মাত্র ১৫ বলে পাঁচ উইকেট। এর ফলে ভেঙে পড়া ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে নতুন করে শঙ্কা তাড়া করছে: তারা কি ইতিহাসের সবচেয়ে কম টেস্ট রানের রেকর্ড (২৬, নিউজিল্যান্ড, ১৯৫৫) ভেঙে ফেলবে? কিংবা নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংস (৪৩, ২০০৩) অতিক্রম করতে পারবে তো?
অস্ট্রেলিয়ার জয় এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মিচেল স্টার্কের এই বিধ্বংসী স্পেল ক্রিকেটপ্রেমীদের মনে বহুদিন থেকে যাবে, নিঃসন্দেহে।
আরআর