বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগের ওপর এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।
এছাড়া, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে প্রবল তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
শুক্রবারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।