থিয়াগো আলমাডা অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিতে পারেন। এই গুঞ্জনটি বেশ কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছে। গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হলো। চুক্তির ব্যাপারে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্মতিতে পৌঁছেছেন তিনি।
ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো থেকে অ্যাতলেটিকো মাদ্রিদে আসছেন আলমাডা। তার জন্য স্প্যানিশ ক্লাবটির খরচ হচ্ছে প্রায় ২০ মিলিয়ন ইউরোর মতো। চুক্তি চার বছরের—২০২৯ সালের জুন নাগাদ।
অ্যাতলেটিকো মাদ্রিদ এমনিতেই মিনি আর্জেন্টিনা। আর্জেন্টাইন কোচ দিয়োগো সিমিওনের অধীনে এই ক্লাবে খেলেন ৬ আর্জেন্টাইন ফুটবলার। বয়সভিত্তিক দল থেকে মূল একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন জেরেনিমো স্পিনার মতো তরুণ ফুটবলাররা। যদিও রোজি ব্লাঙ্কো শিবিরে ১০ বসন্ত কাটানো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অ্যাঞ্জেল কোরেয়া গত মৌসুমেই গন্তব্য পরিবর্তন করে পাড়ি জমিয়েছেন মেক্সিকোর একটি ক্লাবে। ক্লাব ছাড়তে পারেন আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন রদ্রিগো ডি পলও।
কোরেয়ার রেখে যাওয়া জায়গা পূরণে আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন থিয়াগো আলমাডাকে দলে ভিড়িয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সামজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আলমাডার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। মেডিকেল পরীক্ষা শেষে অ্যাতলেটিকোর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতলেও দলে থিতু হতে পারেননি এই ফুটবলার। তবে সাম্প্রতিক সময়ে লিওনেল স্ক্যালোনির আস্থা অর্জন করেছেম আলমাডা। মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে ২০২৪ সালে বোটাফোগোতে যোগ দেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। সেখান থেকে গেল জানুয়ারিতে ধারে যান ফরাসি ক্লাব লিঁওতে। এবার নতুন গন্তব্যে নিজেকে প্রমাণ করতে হবে আলমাডাকে।
আরআর