রেললাইনের ওপরে পোষা দুই হাতিকে কলাগাছ খাওয়াচ্ছিলেন মাহুত। এমন সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একটি শিশু হাতি মারা গেছে। তখন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না মা হাতিকে।
রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর-সংলগ্ন কোটবাড়ী রেলগেট এলাকায় গতকাল ঘটে যাওয়া এমন এক ঘটনায় বৃহস্পতিবার (১৮ মে) বন বিভাগের সামনে আন্দোলন করেছেন একদল প্রাণী প্রেমীরা। এসময় তারা বন বিভাগের নানা অনিয়ম তুলে ধরেন এবং হাতিটিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।