দীর্ঘদিন ধরেই একজন পারফেক্ট নাম্বার নাইনের খোঁজে ছিল দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আর্সেনালের নজর ছিল সুইডিশ তারকা গিওকারেসের দিকে।
একই ফুটবলারের দিকে নজর পড়েছিল ইউনাইটেডেরও। তবে শেষ পর্যন্ত আর্সেনালকেই বেছে নিয়েছেন ভিক্তর গিওকারেস।
স্পোর্টিং সিপি থেকে সুইডেনের তারকা খেলোয়াড় ভিক্তর গিওকারেসকে দলে ভেড়াচ্ছে আর্সেনাল, এটা একরকম নিশ্চিতই বলা যায়। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পোর্টিং সিপির সঙ্গে ৬৪ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে আর্সেনাল, যার মধ্যে রয়েছে বিভিন্ন শর্তও।
সবকিছু ঠিক থাকলে ভিক্তর গিওকারেসকে লম্বা সময়ের জন্যই দলে ভেড়াতে যাচ্ছে আর্সেনাল। জানা গেছে, এর আগে প্রাক-মৌসুমে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন গিওকারেস।
এরপর তিনি নিজেই অবশ্য জানান, আর্সেনালে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত তিনি।
গত মৌসুমে পর্তুগিজ ক্লাবটির হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করেছিলেন গিওকারেস। এদিকে গোলডটকম-এর খবর, আর্সেনালের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হতে পারে গিওকারেসের। এবং এই চুক্তি সম্পন্ন করতে প্রাক্তন ব্রাইটনের এজেন্ট তার কমিশন মওকুফ করেছেন বলেও জানা গেছে।
পর্তুগাল ছেড়ে যে ইংল্যান্ডে আসছেন গিওকারেস, এটা নিশ্চিত। ক’দিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও বলা হচ্ছিল, গিওকারেসের সঙ্গে আর্সেনালের চুক্তির মাঝখানে তৃতীয় পক্ষ হিসেবে প্রবেশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারাও অনেক দিন ধরে একজন নাম্বার নাইন খুঁজছিল। ভিক্তর গিওকারেসকে দলে ভেড়ানোর চেষ্টাও করেছিল রেড ডেভিলরা। মোটা অঙ্কের অর্থ দিতেও রাজি ছিল। তবে শেষ পর্যন্ত গিওকারেস রাজি হয়েছেন আর্সেনালে যেতে।
লিসবনের চাওয়া ছিল ৭০ মিলিয়ন, আর আর্সেনাল রাজি ছিল ৬৩.৫ মিলিয়ন খরচ করতে। তবে শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে সবকিছু ঠিক হয়েছে ৬৪ মিলিয়ন পাউন্ডে।
চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করেছিল আর্সেনাল। এরপর থেকেই একজন স্ট্রাইকারের জন্য মরিয়া হয়ে ওঠে ক্লাবটি। পর্তুগালে শেষ দুই মৌসুমে ১০২ ম্যাচ খেলে ৯৭ গোল করেছেন গিওকারেস। এবং পরপর দুটি প্রাইমিরা লিগা শিরোপাও ঘরে তুলেছে তার দল স্পোর্টিং।
২০১৯ সালে ফিনল্যান্ডের বিপক্ষে সুইডেনের হয়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন গিওকারেস।
এফপি/টিএ