হাঁটা, সাইকেল চালানো ও গণপরিবহনের ব্যবহারকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাইকেল র্যালি। নারী-পুরুষ সাইক্লিস্টের অংশগ্রহণে ১৯ মে শুক্রবার সকালে র্যালিটি অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংক ও ব্র্যাক যৌথভাবে এই সাইকেল র্যালির আয়োজন করে।
সকাল সাড়ে ৬টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারের পাশ থেকে শুরু হয়ে পুলিশ প্লাজা, রামপুরা, মহানগর আবাসিক এলাকার পাশে অবস্থিত সেতু ঘুরে আবার এম্ফিথিয়েটারের পাশে এসে শেষ হয় র্যালিটি।
প্রধান অতিথি হিসাবে এই র্যালি উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক,। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন।
হাতিরঝিল এম্ফিথিয়েটারের পাশে এ উপলক্ষ্যে একটি ফটোবুথ স্থাপন করা হয়, যেখানে সচেতনতামূলক নানা প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন অনুষ্ঠানে আসা সাইক্লিস্ট ও অন্যান্যরা।
সপ্তমবারের মত এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ। এ বছর এই উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ থেকে ২১ মে সময়কালের সপ্তাহটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সচেতন করতে এই ক্যাম্পেইনে হ্যাশট্যাগ রিথিঙ্ক মবিলিটি (#RethinkMobility), হ্যাশট্যাগ স্ট্রিটস ফর লাইফ (#StreetsforLife), হ্যাশট্যাগ রোড সেফটি (#RoadSafety) ব্যবহার করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা মৃত্যু ও শারীরিক প্রতিবন্ধকতার অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয়। আহতদের অনেকে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। পৃথিবীর মোট যানবাহনের প্রায় ৬০ ভাগ রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, আর দুর্ঘটনার ৯৩ শতাংশই ঘটে এসব দেশে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের ৪ জনের ১ জনই পথচারী বা সাইকেল আরোহী।