বুড়িমারী স্থলবন্দরে ট্রেড ইউনিয়নের অবৈধ কমিটি বিলুপ্ত ও সাধারণ শ্রমিকদের বকেয়া পাওনা আদায় এর দাবিতে মানববন্ধন করেছে বুড়িমারী স্থল বন্দরের শ্রমিকরা। আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন ও অর্থ সম্পাদক আলীয়ার রহমান।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে বকেয়া পাওনা আদায় ও ট্রেড ইউনিয়নের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি করার দাবি জানান।