আপনি যদি নিলখেতের রাস্তা দিয়ে হাঁটেন তাহলে একটি জিনিস আপনার চোখে পড়বে। ফুটপাতে বিক্রি হচ্ছে গৃহসজ্জার আইটেম থেকে ইনস্ট্যান্ট কফির জার। যদি আরো একটু খেয়াল করেন দেখবেন যে এগুলো বাংলাদেশের ওষুধ কোম্পানি গুলোর লোগো সম্বলিত যেগুলো বিভিন্ন ডাক্তারদের উপহার হিসেবে দেওয়া হয়। যেহেতু ডাক্তারদের দেয়া হয় তাই এর গুণগতমান ভালো।
ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকে যেগুলোর গন্তব্য নীলক্ষেতের এই ফুটপাত।
বিক্রেতারা বলছে প্রায় ৪০ হাজার টাকার বেশি পণ্য তারা বিক্রি করে ছুটির দিনে। নীলক্ষেত এলাকাতেই প্রায় ২০ টিরও বেশি দোকান রয়েছে। পণ্যর দামও তুলনামূলকভাবে বাহিরের থেকে কিছুটা কম।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফার্মাসিস্ট বলছেন ভিন্ন কথা। পণ্যের গুণগত মান যেহেতু ভালো তাই এই পণ্যগুলো ডাক্তারদের মাধ্যমে নয় বরং মেডিকেল প্রমোশন অফিসার (mpo) রা বিক্রি করে দেয় কারণ তারা বেশি পরিমাণে পায়।
বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো বিপণনের পেছনে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় করে, যা বাংলাদেশে ওষুধের উচ্চমূল্যের অন্যতম প্রধান কারণ। ডাক্তারদের যে উপহার সামগ্রী দেওয়া হয় তা ওষুধ কোম্পানিগুলো রোগীর থেকেই নিচ্ছে। যদি ওষুধ কোম্পানিগুলো বিপণনের পিছনে এত টাকা খরচ না করতো তাহলে ওষুধের দাম আরো কমে যেত।