প্রতিবন্ধকতাকে ছাপিয়ে চমক সৃষ্টি করেছেন অন্ধ ব্যবসায়ী মফিজুল ইসলাম।শুধু স্পর্শেই বুঝতে পারেন তার হাতে থাকা নোটটি কত টাকার।
দুচোখের আলো চলে গেছে বছর তিনেক আগে হ্রদরোগে আক্রান্ত হয়ে, কিন্তু অন্যের কাছে হাত না পেতে ব্যবসা করছেন রংপুর নগরীর লালবাগ হাট এলাকায়।
লেবু,শসা সহ নিত্যপ্রয়োজনীয় পন্য পাওয়া যায় তার দোকানে যা আয় হয় তা দিয়েই টানাপোড়েনের মধ্য দিয়ে চলে ছয় সদস্যের সংসার।
চোখে আলো না থাকলেও বিশ্বাস আর টাকা স্পর্শ করে বুঝতে পারেন কত টাকার নোট দিয়েছেন ক্রেতা, আবার হাতের স্পর্শেই নোট বুঝে বাকি টাকা ফেরত দেন।
ক্রেতারা বলছেন চোখে না দেখলেও সঠিক ওজনে পন্য দেন তিনি।
চিকিৎসায় তার চোখের আলো আবারো ফিরে আনা সম্ভব, সরকারি সহায়তার আশা বুনছেন এই ব্যবসায়ী
প্রতিবন্ধকতাকে পুজি না করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মফিজুল ইসলাম তার এই যুদ্ধকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।