প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
মোজো ডেস্ক 12:08AM, Jun 29, 2023
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৮ জুন) নরেন্দ্র মোদি এক চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন যে ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে।
তিনি আরও উল্লেখ করেন যে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।
তিনি আস্থা প্রকাশ করেন যে পবিত্র ঈদুল আজহার এই উৎসব জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে।