রংপুরে এবার ঈদের আমেজ জমজমাট থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ঈদের জামাত মডেল মসজিদ সহ স্থানীয় মসজিদে আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী,রংপুর সহ উত্তরের কয়েকটি জেলায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। সব প্রস্তুতি থাকলেও ঈদেে প্রধান জামাত রংপুরের প্রধান ঈদগাহে আদায় করা সম্ভব হয়নি।
রংপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত আদায়ের পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন,আসন্ন নির্বাচনে আমরা অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই।
তিনি আরো বলেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন।
এদিকে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন,রংপুর সিটি কর্পোরেশনকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।বারো ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নেয়া হয়েছে।জনগণকে এগিয়ে সার আহবান করছি।