দীপাবলি মানেই বক্স অফিসে তারকাদের রমরমা, আর সেই উৎসবমুখর সময়েই আবারও পর্দায় ফিরছেন বলিউডের চকলেট বয় কার্তিক আরিয়ান। যদিও অনুরাগ বসুর সঙ্গে তাঁর প্রতীক্ষিত মিউজিকাল প্রজেক্টটি আপাতত পিছিয়ে গেছে, তবে সেই শূন্যতা পূরণ করতে চলেছে আরেকটি রোমান্টিক কমেডি—‘তু মেরি, ম্যায় তেরা’।
ছবিটির শুটিং প্রায় শেষের পথে। জুলাইয়ের মধ্যেই পুরো কাজ গুটিয়ে ফেলা হবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘সত্যপ্রেম কি কথা’ খ্যাত সমীর বিদ্বানস, আর কার্তিকের বিপরীতে থাকছেন অনন্যা পাণ্ডে। দুজনের রসায়ন এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, কারণ এর আগেও তাঁদের পর্দার সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহল ছিল চোখে পড়ার মতো।
ছবিটির মূল রিলিজের পরিকল্পনা ছিল আগামী বছরের ভালোবাসা দিবসে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু অনুরাগ বসুর সেই মিউজিকাল পিছিয়ে যাওয়ায় হঠাৎ করেই দীপাবলির সোনালি স্লট ফাঁকা পড়ে যায়। তখনই উঠে আসে ‘তু মেরি, ম্যায় তেরা’-র নাম।
কার্তিকের শেষ দীপাবলি রিলিজ ছিল ‘ভুলভুলাইয়া ৩’, যা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। সেই সফলতা ধরে রাখতে তিনি ফের দীপাবলিতে বাজিমাত করতে চাইছেন। বাণিজ্য মহলের এক সূত্র জানায়, “কার্তিক নিজেই চাইছেন দীপাবলিতে ছবিটি মুক্তি পাক। কাজ প্রায় শেষ, তাই সম্ভবত তাই-ই হবে।”
এই সিদ্ধান্তে কার্তিক যেমন নিজের অবস্থান মজবুত করছেন, তেমনি অনুরাগ বসুর সেই বহু আলোচিত প্রজেক্টটি আপাতত সময় নিচ্ছে পরিপক্ব হতে। শ্রীলীলার সঙ্গে তৈরি হওয়া সেই মিউজিকাল ছবির শুটিং অসম্পূর্ণ থাকায় দীপাবলির মধ্যে সেটি মুক্তির উপযোগী নয়। আশা করা হচ্ছে, তা ২০২৬ সালের গোড়ার দিকে বড়পর্দায় আসবে।
এই মুহূর্তে দীপাবলির সময় বড় তারকার বড় ছবি খুব একটা নেই। ফলে ‘তু মেরি, ম্যায় তেরা’ অপ্রত্যাশিতভাবেই হয়ে উঠতে পারে কার্তিকের জন্য ব্যাক-টু-ব্যাক দীপাবলি ডমিনেশনের দ্বিতীয় ধাপ।
এফপি/ টিকে