একেবারে সেয়ানে সেয়ানে লড়াই যাকে বলে! ভারত ও ইংল্যান্ডের চলমান লর্ডস টেস্টে তেমনই রোমাঞ্চকর এক লড়াই চলছে। আগে ব্যাট করা স্বাগতিক ইংলিশরা প্রথম ইনিংসে ৩৮৭ রান করেছিল। ঠিক সমান রানেই অলআউট হয়েছে ভারতও। ২০১৫ সালের পর এই প্রথম টেস্টে এমন দৃশ্য দেখা গেল। যদিও সবমিলিয়ে এমন নজির রয়েছে নয়টি। প্রথম ইনিংসে দুই দলেরই সমান ৩৮৭ রান পঞ্চম সর্বোচ্চ।
ভারত–ইংল্যান্ডের মতো প্রথম ইনিংসে সমান রান করা সর্বোচ্চ চারটি টেস্টই ড্র–তেই শেষ হয়েছিল। লর্ডস টেস্টের গতিপথও সেদিকে যায় কি না তা পরবর্তী দু’দিনে জানা যাবে। এমনকি সিরিজের এই তৃতীয় টেস্টের ফলও নির্ধারিত হবে উভয়ের দ্বিতীয় ইনিংস ও শেষ দুদিনের লড়াইয়ে।
ইংল্যান্ডের পর ভারতও ৩৮৭ রানে গুটিয়ে যাওয়ার পর গতকাল শেষ বিকেলে স্বাগতিক বেন স্টোকসরা দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২ রান।
অবশ্য প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ থাকলেও শেষ দিকে ১১ রানেই চার উইকেট হারিয়েছে ভারত। তাদের পক্ষে লোকেশ রাহুল সর্বোচ্চ ১০০, ঋষভ পান্ত ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৭২ রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেসার ক্রিস ওকস। এ ছাড়া চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার এবং বেন স্টোকস দুটি করে উইকেট নেন।
এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে মাত্র আটটি ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। লর্ডসে প্রথম এবং সবমিলিয়ে নবমবার এমন ঘটনা ঘটল। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে প্রথম এমন কিছু দেখা গিয়েছিল। দু’দলই প্রথম ইনিংসে তোলে ১৯৯ রান। আর শেষবার একই দৃশ্যের মঞ্চায়ন হয় ২০১৫ সালে লিডসে, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে। সে বার দু’দল তুলেছিল ৩৫০ রান।
চলমান টেস্টে ভারতীয় বোলারদের সামনে ধীরগতিতে রান তোলেন রুট-স্টোকসরা। যা এই সিরিজে ব্যতিক্রম দৃশ্য। একইভাবে ভারতীয় ব্যাটাররাও প্রতিপক্ষের সামনে আগ্রাসী রূপে হাজির হননি।
এমআর/টিকে