চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে জুলাইয়ের শেষ সপ্তাহে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ওই তারিখে ফল প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২৫, ২৬ ও ২৭ জুলাই—এই তিন তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।