কাঁচা মরিচ আমদানি করতে হয় কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাঁচা 
মরিচও বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে। এটা কেন? আমাদের কৃষি উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। আমরা আর ভিক্ষা করে চলতে চাই না। ভিক্ষুক জাতির আত্মমর্যাদা থাকে না।’


প্রধানমন্ত্রী আজ সোমবার (৩ জুলাই) তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সিটি মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি গাজীপুর, খুলনা ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান।


শেখ হাসিনা দেশবাসীকে নিজ নিজ জমিতে, বাড়ির ছাদে কৃষি খামার গড়ে তোলার পাশাপাশি ঝুলন্ত পদ্ধতিতে তরি-তরকারি ও শাক-সবজি চাষ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমিও আমার এলাকায় কৃষি খামার গড়ে তুলেছি। সেখানে মরিচের চাষও হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না।’   

ঝুলন্ত বাগানের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার এলাকায় আমি এটা শুরু করে দিয়েছি। এক বাঁশ পুঁতে সেটাতে মটকা বা পলিথিন বেঁধে তরি-তরকারির চাষ করছি। এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি। আমি গণভবনকেও একটি খামারবাড়িতে পরিণত করেছি। এখানে ছাদেও গাছ লাগিয়েছি। এখানে মরিচ গাছও লাগিয়েছি। এভাবে আমরা প্রত্যেকে উদ্যোগ নিলে কাউকে আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।’

সরকারপ্রধান বলেন, ‘বিদুৎ ও পানির ব্যবহারে আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে। এগুলোর যাতে অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে তিন মেয়রের শপথ গ্রহণের পর তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নির্বাচিত হন। তিনি এ সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মেয়র হিসেবে নির্বাচিত হন।

Share this news on:

সর্বশেষ

img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024
img
রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২ May 18, 2024
img
সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু May 18, 2024
img
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি May 18, 2024