বিশ্বকাপ মাসকটের নাম জানাল আইসিসি

ভারত বিশ্বকাপের জন্য গত মাসেই দুটি মাসকট উন্মোচন করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাল পোশাক পরা মাসকটটি ছিল নারী আর নীল পোশাকেরটা পুরুষ। মূলত লিঙ্গ সমতা বুঝাতেই এমন মাসকট বানিয়েছে আইসিসি।

এই মাসকট দুটির নাম নির্ধারণের কাজটা দর্শকদের দিয়েছিল ক্রিকেট সর্বোচ্চ সংস্থা। । এ জন্য ভোটাভুটির আয়োজন করে। আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি জানিয়েছিলেন, সবচেয়ে বেশি ক্রিকেটপ্রেমী যে দুটি নাম প্রস্তাব করবেন, সেই নামই চূড়ান্ত করা হবে। আজ সেই নাম দুটি প্রকাশ করল আইসিসি।

ক্রিকেটপ্রেমীদের ভোটে যে দুটি নাম নির্বাচিত হয়েছে, সেগুলো হলো ব্লেজ ও টঙ্ক। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ব্লেজ ও টঙ্ককে বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে। এ ছাড়া ফ্যানস পার্কগুলোয়ও থাকবে। মাসকট দুটি দর্শক-সমর্থকদের সঙ্গে মিশে গিয়ে তাদের আরও উজ্জীবিত করবে।

ব্লেজ হলো নারী মাসকট, যে দ্রুতগতিতে বোলিং করে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। নির্ভুলতা, অতুলনীয় প্রতিফলন, সীমাহীন নমনীয়তা ও দৃঢ় সংকল্পের কারণে সে একজন ফাস্ট বোলিং সেনসেশন। ব্লেজ লাল রঙের পোশাকের সঙ্গে কোমরে একটি বেল্ট বেঁধেছে, যেটার সঙ্গে ছয়টি ক্রিকেট বলের মতো ক্ষমতাসম্পন্ন গোলাকার বস্তু রয়েছে। প্রতিটিই খেলার কৌশল পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।

আর টঙ্ক হলো পুরুষ মাসকট। নীল পোশাক পরা হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। সে একটি তড়িৎচুম্বকীয় ব্যাট দিয়ে খেলে। এটা দিয়ে সব ধরনের শট খেলতে পারে। তার একেকটা শট চমকে দেওয়ার মতো, ব্যাটিং–চাতুর্য দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেয় এবং ক্রিকেটের সর্বৃবহৎ মঞ্চকে আলোকিত করে।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নামবে : জয়নুল আবদিন ফারুক May 09, 2025
img
চণ্ডিগড় ও গুরুদুয়ারায় সতর্কতা, ঘরে থাকার পরামর্শ May 09, 2025
img
বোমার ভয়ে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, মুহূর্তে ভিডিও ভাইরাল May 09, 2025
ইসলামাবাদে ভারতের প্রত্যাঘাত দাবি,কেঁপে উঠল করাচি, শিয়ালকোট! May 09, 2025
আ. লীগ নিষিদ্ধ করতে ছাত্র-জনতাকে যে আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ May 09, 2025
img
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা May 09, 2025
img
জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ, দাবি জম্মু-কাশ্মীর মুখ্যমন্ত্রীর May 09, 2025
img
নিরাপত্তা শঙ্কায়, অনিশ্চয়তায় আইপিএলের ভবিষ্যৎ May 09, 2025
img
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২ May 09, 2025
img
দুপুরের মধ্যেই আ. লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে : ড. মাসুদ May 09, 2025