ভারতের কোকিলা সরোজিনী নাইডু

সরোজিনী নাইডু। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের এক সংগ্রামী সৈনিক। বিশিষ্ট বাগ্মী ও ইংরেজি ভাষার যশস্বী কবি। ভারতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি। তাকে বলা হয় ‘দ্য নাইটেঙ্গেল অব ইন্ডিয়া’ বা ‘ভারতের কোকিলা’।

১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের একটি বাঙালি হিন্দু পরিবারে সরোজিনী নাইডুর জন্ম। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর জেলা) ভ্রাহ্মনগাঁও গ্রামে।

তার বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করার পর হায়দ্রাবাদে স্থায়ী হন। আর মা বারদা সুন্দরী দেবী বাংলার একজন বিখ্যাত কবি ও বিপ্লবী। সরোজিনী নাইডু খুব মেধাবী ছিলেন। মাত্র ১২ বছর বয়সেই তিনি মেট্রিক পাস করেছিলেন।

মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর নিজাম চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় উচ্চ শিক্ষার জন্য ১৮৯৫ সালে ইংল্যান্ডে চলে যান। প্রথমে লন্ডনের কিংস কলেজ ও পরে ক্যামব্রিজের গার্টন কলেজে অধ্যয়ন করেছেন। তিনি লন্ডনের রয়্যাল লিটারেরি সোসাইটির সদস্য ছিলেন।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের সূচনাপর্বে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যোগ দেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুসহ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।

১৯১৫-১৮ সময়ে তিনি ব্রিটিশ ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন এবং সমাজকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও জাতীয়তাবাদের পক্ষে বক্তব্য রেখেছেন। ১৯১৭ সালে ভারতীয় নারী সংঘ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি।

১৯২৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন নাইডু। ১৯২৯ সালে দক্ষিণ আফ্রিকায় পূর্ব আফ্রিকান ভারতীয় কংগ্রেসেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। ব্রিটিশ ভারতে প্লেগ মহামারির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপব্রিটিশ সরকার তাকে ‘কায়সার-ই-হিন্দ’ পদকে ভূষিত করেছে।

১৯৩১ সালে মহাত্মা গান্ধী ও মদনমোহন মালাভিয়ার সঙ্গে দ্বিতীয় দফা গোলটেবিল বৈঠকে মিলিত হন। ১৯৩০ সালে বৃটিশরা লবণ আইন প্রণয়ন করলে এর বিরুদ্ধে লংমার্চ করেন গান্ধী। এ আন্দোলনে অংশ নেয়ায় গান্ধী, নেহরু, মদনমোহন ও অন্যান্যদের সঙ্গে কারাবরণ করেন সরোজিনী নাইডু।

গান্ধীর আহবানে অসহযোগ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন ও জেলে গিয়েছেন। ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনের সময় তাকে আবার গ্রেফতার করা হয়েছিল।

ভারতের স্বাধীনতার পর তিনি উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। এভাবে জীবনের পুরোটা সময় তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রেখেছেন। মাত্র ১২ বছর বয়স থেকেই লেখালেখি শুরু করেন নাইডু। তার লেখা ফার্সি ভাষার গ্রন্থ ‘মাহের মুনির’ হায়দ্রাবাদের নবাবকে অনুপ্রাণিত করেছিল।

১৯০৫ সালে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘দ্য গোল্ডেন থ্রেশহোল্ড’ প্রকাশিত হয়। রাজনীতিবিদ গোপাল কৃষ্ণ গোকলসহ অনেকেই তার কবিতার ব্যাপক প্রশংসা করেছেন। ১৯৬১ সালে তার লেখা আরেকটি কাব্য ‘দ্য ফিদার অফ দ্য ডাউন’ প্রকাশ করেন তার মেয়ে পদ্মজা নাইডু।

তার লেখা আরও কিছু গ্রন্থ দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, মোহাম্মদ জিন্নাহ অ্যা অ্যাম্বাসেডর অব ইউনিটি, দ্য স্কেপচার্ড ফ্ল্যুট, দ্য ইন্ডিয়ান উইভার্স ইত্যাদি।

১৯৪৯ সালের ২ মার্চ মারা যান দেশপ্রেমিক ভারতের কোকিলা সরোজিনী নাইডু।

Share this news on:

সর্বশেষ

img
বাঙালি দর্শকের সিনেমা রুচির বিবর্তন: সুব্রত গুহ রায় Nov 02, 2025
img
গান বন্ধের সঠিক সময় নিয়ে পরামর্শ দিলেন কৌশিক গাঙ্গুলি Nov 02, 2025
img
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব Nov 02, 2025
img
ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানাল প্রধান উপদেষ্টা Nov 02, 2025
img

আইসিসি নারী বিশ্বকাপ

নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ভারত Nov 02, 2025
img
উপহারের সেই নৌকা জমা দিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির Nov 02, 2025
img
এমবাপের জোড়া গোল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় রিয়ালের Nov 02, 2025
img
ইন্ডাস্ট্রি আমাকে ইউজ করেনি, করতেই পারত : ইন্দ্রানী দত্ত Nov 02, 2025
img
নিজের মূল্যবোধে অটল অভিনেত্রী ইশা সাহা Nov 02, 2025
img
জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা বার্তা মমতা ব্যানার্জির Nov 02, 2025
img
সমাজে অভিনেত্রীর ভুল ধারণা বদলাতে হবে : ঋতাভরী চক্রবর্তী Nov 02, 2025
img
স্বাধীনতা-গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি Nov 02, 2025
img
নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির হানা, আছে রিজার্ভ ডে Nov 02, 2025
img
মায়ের শিক্ষা থেকে গড়ে উঠেছে মিমি দত্তের দৃঢ় মনোভাব Nov 02, 2025
img
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি, জানালেন পাটওয়ারী Nov 02, 2025
img
সমালোচনার মধ্যেও অভিনয়ে অরিজিতার দৃঢ়তা Nov 02, 2025
আবারও নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত Nov 02, 2025
img
সিডনির হাসপাতাল থেকে ফিরলেন শ্রেয়াস আইয়ার Nov 02, 2025
দেশের বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ! Nov 02, 2025
আওয়ামী লীগের বিষয়ে যে মন্তব্য করলেন মাসুদ কামাল Nov 02, 2025