নাইজেরিয়ায় সেনাঘাঁটিতে হামলায় নিহত ৪৪

নাইজেরিয়ায় উত্তরপূর্বের এক সেনাঘাঁটিতে গত সপ্তাহে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় ৪৪ সেনা নিহত হয়েছে।

রোববার বোর্নো রাজ্যের মিতেলে গ্রামে এ হামলা হলেও দেশটির সরকার বৃহস্পতিবার হতাহতের কথা স্বীকার করে।

সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র হামলায় তাদের প্রায় ১০০ সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করছে। তবে অসংখ্য সৈন্য নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরপূর্বের বোর্নো রাজ্যে দীর্ঘদিন ধরেই বোকো হারাম ও ইসলামিক স্টেটের (আইএস) বিচ্ছিন্ন একটি গোষ্ঠী বেশ সক্রিয়। রোববারের হামলাটি আইএসের ওই অংশটিই চালিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

Share this news on: