সিএসইর চেয়ারম্যান হলেন শামিম চৌধুরী

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ শামিম চৌধুরী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রোববার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শামিম চৌধুরীকে চেয়ারম্যান করার পাশাপাশি এস এম আবু তোয়বকে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে।

ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ এর বিধান অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনুমোদন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে এর আগে সিএসই থেকে জানানো হয়েছিল।

সে হিসেবে প্রায় তিন মাস ভারপ্রাপ্ত থাকার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ শামিম চৌধুরী।

সিএসইর সাবেক চেয়ারম্যান বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিন সিএসইর চেয়ারম্যান এবং সতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগ করলে শামিম চৌধুরীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ