ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা

স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। ১১ বছর পর তিনি বাংলাদেশে সফরে এলেন।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাজার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভুটানের রানী জেতসুন পেমা, পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রীগণ ও পদস্থ কর্মকর্তারা।

বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি রাজা ওয়াংচুককে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। দেওয়া হয় গার্ড অব অনার।

এরপর রাজা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। এই সফরে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি চুক্তি স্বাক্ষর ও একটি চুক্তি নবায়নের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত সফরে ভুটানের রাজা আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।

আজ দুপুরে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পর্যটন, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কানেক্টিভিটি সমন্বয়, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ট্রানজিট, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, ভারতকে সাথে নিয়ে জলবিদ্যুৎ উৎপাদন ও বিনিময়ে ত্রিপক্ষীয় সহযোগিতা, স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে উদ্ভূত চ্যালঞ্জসমূহ মোকাবিলায় সহযোগিতা আলোচনায় প্রাধান্য পাবে বলে জানান ড. হাছান।

হাছান মাহমুদ জানান, ভুটানের রাজা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকালে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউিট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন, বিকেলে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

মন্ত্রী বলেন, ২৭ মার্চ পদ্মা সেতু এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন এবং ২৮ মার্চ কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে বিকেলে সোনাহাট স্থলবন্দর দিয়ে রাজা বাংলাদেশ ত্যাগ করবেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাজাকে বিদায় জানাবেন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গার্ড অব অনার প্রদান করবেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেতসুন পেমা।

Share this news on:

সর্বশেষ

img
চে গুয়েভারার আজ ৫৮ তম মৃত্যুবার্ষিকী Oct 09, 2025
img
মুক্তির প্রথম ৬ দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘কান্তারা ১’ Oct 09, 2025
img
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সাইফের অজানা গল্প Oct 09, 2025
img
‘সেফ এক্সিট’ নিয়ে এবার ফেসবুকে পোস্ট উপদেষ্টা আসিফের Oct 09, 2025
img
চ্যাটজিপিটির সাহায্যে শনাক্ত অগ্নিকাণ্ডের সন্দেহভাজন Oct 09, 2025
img
'আল-আকসার মালিক আমরা' Oct 09, 2025
img
অস্থিতিশীল ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ Oct 09, 2025
img
‘দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক অভিষেক’, জানালেন লারা Oct 09, 2025
img
শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে : রাশেদ খান Oct 09, 2025
img
জানা গেল শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের অবস্থান Oct 09, 2025
img

অভিনেত্রী সৌমি পাল

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’ Oct 09, 2025
img
ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র ১ম ধাপ কার্যকরে একমত দুই দেশ Oct 09, 2025
img
প্রস্তাবে স্বাক্ষর করেছে ২ দেশ, জানালেন ট্রাম্প Oct 09, 2025
img
যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাচ্ছেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি Oct 09, 2025
img
বিসিবি নির্বাচনে শর্ত লঙ্ঘনের অভিযোগ Oct 09, 2025
img
হাতিরঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে বাসযাত্রী, আটক ৫ Oct 09, 2025
img
২ অজি ক্রিকেটারকে জাতীয় দল ছাড়ার প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির Oct 09, 2025
img
নানা আয়োজনে আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস Oct 09, 2025
img
আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন: স্নিগ্ধ Oct 09, 2025
img
ইনজুরিতে ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিটাও Oct 09, 2025