অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম

অতি গরমের প্রভাবে পড়েছে কাঁচা বাজারে। ঈদের পর দাম কিছুটা কমলেও গরমের প্রভাবে আবারও দাম বেড়ে গেছে, ফলে গরমের ভোগান্তির চেয়েও বাড়তি দাম ভোগাচ্ছে সাধারণ ক্রেতাদের। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের প্রভাবে ফসল নষ্ট হওয়া, ফসল ভালো রাখতে বেশি পরিমাণে সেচ দেওয়াসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং তীব্র রোদের কারণে ফসল কম তোলায় রাজধানীতে সরবরাহ কিছুটা কম গেছে বলেই সবজির দাম বাড়তির দিকে বলে দাবি বিক্রেতাদের। এছাড়া গরমে মুরগি মারা যাচ্ছে এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সব ধরনের মুরগির দামও বাড়তির দিকে।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ষাটোর্ধ্ব আহমুদা আক্তার সবকিছুর দাম বাড়তির দিকে থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে বাজারে এসে। পেঁয়াজ, রসুন, আদা, আলুর দাম যেমন বাড়তির দিকে তেমনি শাক সবজির দামও কমেনি। সব কিছুর দাম বাড়তির দিকে। পরিবারে যাদের ৪ থেকে ৫ জন সদস্য রয়েছেন তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে।

অতীতের সঙ্গে বর্তমানের বাজারের দামের তুলনা দিয়ে এই ষাটোর্ধ্ব নারী আরও বলেন, ‘আগে এক হাজার টাকা নিয়ে এলে আদা, রসুন, পেঁয়াজ সব কেনা যেতো; এখন তিন হাজার টাকা নিয়ে এলেও তেমন কিছুই কেনা যায় না। চৈত্র মাস চলে আসছে। এখন তো দাম কমে যাওয়ার কথা। কিন্তু কমতেছে না।’

গাড়ি চালক হিসেবে কাজ করেন মো. বেলাল হোসেন। নিজের সীমিত আয়ে বাজার করতে কষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঈদের পর দাম একটু কমছিলো। কিন্তু আবারও সবকিছুর দাম বাড়ছে। সবজির দামও বেশি। পেঁয়াজ কিনলাম এর দামও বাড়ছে। আমাদের চলা অনেক কষ্ট হয়ে গেছে।

এদিকে পেঁয়াজ বিক্রেতা মোর্শেদ আলী বলেন, পেঁয়াজ জমি থেকে উঠিয়ে ঘরে মজুত করে রাখছে কৃষকরা, পরে বেচবো। তিনি জানান, গত সপ্তাহে পেঁয়াজের দর ছিল প্রতি কেজি ৫২ থেকে ৫৩ টাকা আর এই সপ্তাহে বিক্রি করছি ৬২ থেকে ৬৪ টাকা দরে।

মরিচের দামও বেড়েছে গত সপ্তাহের তুলনায়। মরিচের কেজি গত সপ্তাহে ৪০ থেকে ৬০ টাকা হলেও এই সপ্তাহে বেড়ে হয়েছে ১২০ টাকা হয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, ছোট আকারের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, টমেটো কেজি প্রতি ৫০ টাকা, করোলা ৬০ টাকা এবং গাজর প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সব ধরনের মুরগির দাম বাড়তির দিকে। প্রতি কেজি দেশি মুরগির দাম ৭১০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২৩০ টাকা এবং সোনালি মুরগির কেজি প্রতি দাম ৩৮০ টাকা।

অন্যদিকে, গরু এবং খাসির মাংসের দামও কমেনি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৭৯০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।

বিক্রেতারা জানান, মাংসের চাহিদা সব সময় থাকে। ফলে শীত এলেও দাম কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং হঠাৎ হঠাৎ বেড়ে যেতে পারে মাংসের দাম। এছাড়াও ফসলের ক্ষেতে আগের তুলনায় গরমের কারণে বেশি সেচ দিতে হচ্ছে ফসল ভালো রাখার জন্য। ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে। রাজধানীতে সরবরাহ কিছুটা কমেও গেছে। সব মিলিয়ে দাম বাড়তির দিকে।

Share this news on:

সর্বশেষ

img
জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া অস্বীকারটা করলো কে?: জিল্লুর রহমান Nov 13, 2025
img
সরকারে শাটডাউন অবসানে মার্কিন কংগ্রেসে বিল পাস Nov 13, 2025
img
শুভ জন্মদিন কথার জাদুকর Nov 13, 2025
img
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ Nov 13, 2025
img
দীর্ঘ আট মাস পর মসজিদুল হারামের ইমামতিতে ফিরলেন শাইখ ড. ফয়সাল Nov 13, 2025
img
নিখুঁত মুহূর্তের অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করুন : শেফালী শাহ Nov 13, 2025
img
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ Nov 13, 2025
img
রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান Nov 13, 2025
img
নতুন প্রজন্মকে প্রেরণা দিলেন প্রেম চোপড়া Nov 13, 2025
img
কাজ মানসিক অফিসের মত, ঘরেই শান্তি: মনোজ বাজপেয়ী Nov 13, 2025
img
‘ভিলেন না থাকলে হিরোর কোনো দাম নেই’ - অমরিশ পুরী Nov 13, 2025
img
টাকা নয়, সততাই সাফল্যের আসল শক্তি: পঙ্কজ ত্রিপাঠী Nov 13, 2025
img
দিল্লির গাড়ি বিস্ফোরণ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ কি না স্পষ্ট করলো ভারত Nov 13, 2025
img
হিট হলে আমি জিনিয়াস, ফ্লপ হলে কিছুই জানি না: দুলকার সালমান Nov 13, 2025
img
আলভারেজকে ঘিরে দুই ক্লাবের দ্বন্দ্ব, নতুন সিদ্ধান্তে আতলেতিকো Nov 13, 2025
img
খ্যাতির চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই পালাক মুছালের জীবনের সবচেয়ে বড় অর্জন! Nov 13, 2025
img
হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে আজ Nov 13, 2025
img
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ চারজন আটক Nov 13, 2025
img
মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী Nov 13, 2025
img
মোটরসাইকেলে এসে অটোরিকশায় আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা Nov 13, 2025