পাকিস্তানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ শিশু নিহত

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পাকিস্তানে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার দেশটির অ্যাবোটাবাদের হাভেলিয়ান জেলার ঘড়ি পুলগ্রান গ্রামে  শিশুদের ক্রিকেট  খেলা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার ওই এলাকায় শিশুদের দুইটি দল ক্রিকেট খেলায় অংশ নেয়। হঠাৎ সেখানে উত্তেজনা জড়িয়ে পড়লে তাতে সংঘর্ষ বাঁধে দু’দলের মধ্যে। পরে বড়রাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অনন্ত ৭ জন শিশু নিহত হয়। তবে সংঘর্ষের  সঠিক  কারণ এখনও জানা যায়নি।

নিহতদের মধ্যে একটি দলের চারজন সদস্য হলেন- রশিদ খান, সোহরাব খান, আশফাক খান ও উসমান। অপরদলের বাকি তিন সদস্য হলেন- মুখতিয়ার শাহ, আনোয়ার শাহ ও শওকত শাহ। একই ঘটনায় সেলিম নামে আরেক আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার শিশুদের ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিশুদের পরিবারের দু’টি পক্ষ। এতে দু’পক্ষই বন্দুক হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Share this news on:

সর্বশেষ