এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের সহযোগিতায় মাঠে থাকবে ডিএমপির কুইক রেসপন্স টিম

৩০ জুন সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা শহরের রাস্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম কাজ করবে।

বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

তিনি বলেন, “৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি কেন্দ্রের রোড ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা যেন সময়মতো পৌঁছাতে পারেন সেজন্য রোডে পরীক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা মহানগরে এইচএসসি পরীক্ষার ৮০টি কেন্দ্র আছে। পরীক্ষার কেন্দ্রমুখী যেসব রোড রয়েছে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। ‌পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সেই প্রচেষ্টা থাকবে আমাদের। এছাড়া প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেখানে পরীক্ষার কেন্দ্র বেশি সেখানে কুইক রেসপন্স টিম (কিউআরটি) বেশি থাকবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন রোডে থাকবে। রাস্তায় যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে অথবা বিপদে পড়ে সেখানে কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছানোর কাজ করবে।”

সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো:-

১. পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সঙ্গে নিতে হবে।

২. পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভালো করে জেনে নিতে হবে এবং বাসা থেকে কোন রুটে যেতে হবে তার পরিষ্কার ধারণা নিতে হবে।

৩. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী/অভিভাবকদেরকে সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে।

৪. বাসা হতে এমনভাবে বের হতে হবে যেন নূন্যতম ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়।

৫. যেসব সড়ক পারাপারে রেল ক্রসিং আছে তা বিবেচনা করে বাসা থেকে সময় নিয়ে রওনা দেওয়া জরুরি।

৬. বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে যদি কোনো খুঁড়াখুঁড়ি বা মেরামত কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময় মতো রওনা দিতে হবে।

৭. পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচলের অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

৮. কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া না করতে বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

৯. যেসব পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করবেন তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে হেলমেট পরবেন।

১০. পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোন অনাকাঙ্খিত সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

১১. ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকুন, প্রয়োজনে ফুটওভার ব্রীজ ব্যবহার করুন এবং পুলিশের সহায়তা নিন।

১২. রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং থাকলে তা ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

১৩. পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

১৪. পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরী হয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে কেন্দ্রের সামনে প্রধান গেটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

১৫. ডিএমপি পরীক্ষা কেন্দ্রের সামনে আড্ডা দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

১৬. গত ১ বছরে মেট্রোরেল, এলিভেডেট এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখ্যযোগ্য অবদান রেখেছে। যা পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন রাখতে পারে।

নির্দেশনায় ১৭ নম্বর ক্রমিকে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোনের আলাদা কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হবে এবং আলাদা ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

এছাড়া বর্তমানে বর্ষাকাল চলছে বিধায় অবশ্যই ছাতা, রেইনকোর্ট কিংবা বৃষ্টি থেকে রক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করতে অনুরোধ করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে : অ্যাটর্নি জেনারেল Oct 01, 2025
img
উপকূলীয় এলাকায় মন্দির-পূজামণ্ডপে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার Oct 01, 2025
img
মুক্তির পর প্রথম সপ্তাহেই চমক দেখাল ‘রঘু ডাকাত’ Oct 01, 2025
img
আওয়ামী লীগের নিষিদ্ধতা শিগগিরই উঠছে না : আইন উপদেষ্টা Oct 01, 2025
img
বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মির, ১ জনের প্রাণহানি Oct 01, 2025
img
একদিনেই ট্রাফিক আইন ভাঙায় ২২০৮ মামলা ডিএমপির Oct 01, 2025
img
স্বর্ণ চোরাকারবারি শ্যাম ঘোষের ১০ কোটি টাকার সম্পত্তি জব্দ Oct 01, 2025
img
মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধান Oct 01, 2025
img
সৌদির প্রয়াত গ্র্যান্ড মুফতির নামে রিয়াদে সড়কের নামকরণ Oct 01, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Oct 01, 2025
img
নিষেধাজ্ঞা কাটিয়ে বিদেশ সফরে কোনো বাধা রইলো না রিয়া চক্রবর্তীর Oct 01, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চাই না : ধর্ম উপদেষ্টা Oct 01, 2025
img
ফেসবুকে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ Oct 01, 2025
img
ট্রাম্পের শান্তি পরিকল্পনায় প্রশ্নবিদ্ধ ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ Oct 01, 2025
img
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা Oct 01, 2025
img
এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক দিতে চায় ইসি : নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 01, 2025
img
শোয়েব মালিক প্রসঙ্গে হঠাৎ অবস্থান বদল সানা জাভেদের Oct 01, 2025
img
শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল নুওয়ান্ধিকা সেনারত্নে Oct 01, 2025
img
চ্যাম্পিয়নস লিগের বার্সেলোনা-পিএসজি মহারণ আজ Oct 01, 2025
img
মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরা একটা ‘ব্লক’ হতে চাই : সারোয়ার তুষার Oct 01, 2025